আগস্ট ২০২৫: ভারতে আসছে নতুন স্মার্টফোনের ঢল

বিভিন্ন দামে আসছে নতুন ডিভাইস

আগস্ট ২০২৫ স্মার্টফোনপ্রেমীদের জন্য হতে চলেছে উত্তেজনায় ভরপুর এক মাস। ভারতের বাজারে একাধিক দাম ও ফিচারের স্মার্টফোন লঞ্চের অপেক্ষায় রয়েছে। ফ্ল্যাগশিপ থেকে শুরু করে মিড-রেঞ্জ পর্যন্ত নানা রকম অপশন থাকছে, যেগুলো ক্যামেরা, ব্যাটারি পারফরম্যান্স বা আপগ্রেড খোঁজা ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় হতে পারে।

গুগল পিক্সেল ১০ সিরিজের আত্মপ্রকাশ

সবচেয়ে প্রত্যাশিত ফোনগুলোর মধ্যে অন্যতম গুগলের নতুন প্রজন্মের পিক্সেল ১০ সিরিজ। গুগল নিশ্চিত করেছে যে, ২০ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে এই সিরিজের গ্লোবাল লঞ্চ হবে এবং ২১ আগস্ট ভারতে এটি পাওয়া যাবে। এই সিরিজে থাকছে মোট চারটি মডেল — পিক্সেল ১০, পিক্সেল ১০ প্রো, পিক্সেল ১০ প্রো এক্সএল এবং ফোল্ডেবল মডেল পিক্সেল ১০ প্রো ফোল্ড।

প্রো ও এক্সএল মডেলে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং বড় ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। ফোল্ডেবল মডেলে থাকবে ৬.৪ ইঞ্চির কভার স্ক্রিন এবং আগের মডেলের তুলনায় বড় ব্যাটারি।

ভিভো ভি৬০: প্রিমিয়াম মিড-রেঞ্জ অফার

১২ আগস্ট ভারতের বাজারে লঞ্চ হতে যাচ্ছে ভিভো ভি৬০। এটি চীনের ভিভো S30-এর পুনঃব্র্যান্ডেড সংস্করণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফোনটিতে থাকবে ৬.৬৭ ইঞ্চির এমোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্জ। প্রসেসরের দিক থেকে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ Gen 4 চিপসেট।

ভিভো Y400 5G: বাজেট ৫জি ফোনের নতুন সংযোজন

৪ আগস্ট লঞ্চ হতে পারে ভিভো Y400 5G, যা মিড-রেঞ্জ ৫জি ফোন হিসেবে বাজারে আসছে। ফোনটিতে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে এবং IP68 ও IP69 রেটিংয়ের জল ও ধুলাবালু প্রতিরোধ ক্ষমতা থাকতে পারে।

এই ফোনের অন্যতম আকর্ষণ হতে পারে ৫০ মেগাপিক্সেলের সনি IMX852 রিয়ার সেন্সর। সফটওয়্যারের দিক থেকে থাকবে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক FuntouchOS, এবং এতে যুক্ত থাকতে পারে AI Transcript Assist, Notes Summary এবং Circle to Search-এর মতো ফিচার। পাওয়ার সাপ্লাইয়ের জন্য থাকছে ৬,০০০mAh ব্যাটারি ও ৯০W চার্জিং সুবিধা। ফোনটি পাওয়া যাবে ‘গ্ল্যাম হোয়াইট’ ও ‘অলিভ গ্রিন’ রঙে।

লাভা আগ্নি ৪: দেশীয় ফ্ল্যাগশিপের প্রত্যাবর্তন

ভারতের নিজস্ব ব্র্যান্ড লাভা খুব শিগগিরই তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন আগ্নি ৪ বাজারে আনতে যাচ্ছে। যদিও এখনও সুনির্দিষ্ট লঞ্চ তারিখ ঘোষণা হয়নি, তবে ডিভাইসটি আগ্নি ৩-এর ডুয়াল-ডিসপ্লে ডিজাইন থেকে সরে এসে একটি বড় ৬.৭৮ ইঞ্চির একক স্ক্রিন ও ১২০ হার্জ রিফ্রেশ রেট নিয়ে আসবে বলে জানা যাচ্ছে।

চিপসেট হিসেবে ব্যবহার করা হবে মিডিয়াটেক Dimensity 8350, সঙ্গে থাকবে UFS 4.0 স্টোরেজ। ডিজাইনের দিক থেকে দেখা যেতে পারে ফ্ল্যাট-এজ ফ্রেম ও ডুয়াল রিয়ার ক্যামেরা। ব্যাটারি থাকবে ৭,০০০mAh ক্ষমতার এবং ফোনটির দাম হতে পারে প্রায় ₹২৫,০০০।

অপ্পো কে১৩ টার্বো: পারফরম্যান্সে ঠান্ডা মাথার ফোন

অগাস্টের দ্বিতীয় সপ্তাহে ভারতের বাজারে অপ্পো কে১৩ টার্বো সিরিজ লঞ্চ হতে পারে। ফোনটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ইন-বিল্ট ফ্যান, যা হেভি গেমিং বা লোডের সময় ডিভাইসকে ঠান্ডা রাখতে সাহায্য করবে।

রেডমি ১৫: সাশ্রয়ী দামে শক্তিশালী ব্যাটারি

১৯ আগস্ট ভারতের বাজারে আসতে পারে রেডমি ১৫। এই ফোনটি হবে বাজেট সেগমেন্টে প্রথম ফোন, যাতে ৭,০০০mAh সিলিকন-কার্বন ব্যাটারি থাকবে। ফোনটি মূলত দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ খোঁজা ব্যবহারকারীদের জন্য তৈরি।